আজ বুধবার, ১১ আগষ্ট ২০২১ খ্রি.নাগরপুরের ঐতিহ্য দুৃয়াজানী কলেজ পাড়ার কৃর্তি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হোমিও অনুরাগী মরহুম আইয়ূব অালীর মেজ সন্তান,বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও মিডিয়াকর্মী ডা.এম.এ.মান্নান এর বড় চাচা জ্বনাব মরহুম আব্দুল কাইয়ূম এর ১৫ তম মৃত্যু বার্ষিকী।মরহুম আব্দুল কাইয়ূম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বাদ যোহর পারিবারিকভাবে বিশেষ দোয়া ও কুরআন খতমের আয়োজন করা হয়েছে।
পারিবারিক ইতিহাস
জ্বনাব মরহুম আব্দুল কাইয়ূম এর বাবা মা বেঁচে নেয়। তার দুই ভাই ও দুই বোন, সহধর্মিণী ও তিন সন্তান বেঁচে আছেন।তার বড় ছেলে কম্পিউটার ইন্জিয়ার মো.তারিকুল ইসলাম নাগরপুর ইসলামী ব্যাংকে ক্যাশ অফিসার পদে কর্মরত আছেন। মেজ ছেলে মো.সজিব হাসান সরকারি তিতুমীর কলেজ এ ইসলামী স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত আছেন এবং ছোট ছেলে বাদশা ফাহাদ একটি বেসরকারী চাকুরিত ছিল বর্তমানে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে।মরহুমের বড় ও মেজ ছেলে দৈনিক কপোতাক্ষ নিউজের সাংবাদিক হিসাবে কর্মরত আছেন।উল্লেখ্য ২০০৬ সালে ১১ আগষ্ট মরহুম আব্দুল কাইয়ূম দুনিয়ার মায়া ত্যাগ করে সকালে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করিয়াছেন।