ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবণের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন, ঝিনাইদহ জেলা ৪ আসনের সংসদ সদস্য, মোঃ আনোয়ারুল আজিম আনার।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নাসির উদ্দীন চৌধরী,ও শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (আলহাজ) গোলাম রসুল।
এসম উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মকলেছুর রহমান, ও সাবেক সভাপতি আক্কাচ আলী ও ডাক্তার আবু তালেব, শিমলা রোকনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এবং মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য,মোঃ নাজির উদ্দীন ও আব্দুল মান্নান, বিদ্যুৎসাহী সদস্য,মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।
নির্মাণাধীন ভবনটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। অনুষ্ঠান শেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শহীদুজ্জামান।