যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আট জনের। শনাক্তের হার প্রায় ২২.৮৫ শতাংশ।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭৯ জন, কেশবপুরে ৪ জন, ঝিকরগাছায় ৭ জন, অভয়নগরে ৪ জন, মনিরামপুরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ২ জন এবং চৌগাছা উপজেলায় ১৩ জন। জেলায় এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছে ২০ হাজার ২২১ জন এবং সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৯২ জন।
করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৪১৬ জন রোগী। যশোর জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে আট জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন করোনা পজিটিভ রোগী।