শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জেলেখালী এলাকার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি কার্গো ও ৩জন আসামিকে আটক করা হয়েছে বুড়িগোয়ালিনী নৌ থানার পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টার সময় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ খাঁন শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স ও গাবুরা ভূমি কর্মকর্তা নন্দলাল সরকারের সহযোগিতায় অবৈধ বালু কাটা ড্রেজার মেশিন ও কার্গো সহ ৩জন বালু উত্তোলন কারীকে হাতেনাতে আটক করেত সক্ষম হন।
আটক কৃতরা হলেন,শুকুর মোড়লের ছেলে হাবিবুর ,সাহাদত ফকিরের ছেলে মেসলা, ও সোলাইমান সরদারের ছেলে বিলাল সর্ব সাং পাইকগাছা।বুড়িগোয়ালিনী নৌ-থানার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, বুড়িগোয়ালিনী নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালতের ১টি কার্গো সহ ৩তিন আসামিদেরকে ১লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
শহিদুল্লা সহকারী কমিশনার (ভূমি) বলেন, শ্যামনগর এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা দিতে না পারলে তিন জনকে ১মাস জেলসহ ও বালু উত্তোলন কারী কার্গো নিলামে বিক্রি করা হবে বলে জানান, শ্যামনগর সহকারী কমিশনার ভূমি।