আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়ায় পঞ্চপল্লী মহা শশ্মান পাকাকরণ উপলক্ষ্যে ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মোকামখালি স্লুইস গেট সংলগ্ন মিত্র তেঁতুলিয়ায় এ ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন, কাদাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার দ্বীপ। এসময় পঞ্চপল্লী মহা শশ্মান এর উপদেষ্টা রবীন্দ্রনাথ সরকার, সুশান্ত মিত্র বাপন, ভগিরাথ অধিকারী ও নিমাই কৃষ্ণ সরকার, সভাপতি কান্তিলাল বিশ্বাস, সাধারন সম্পাদক সাধন ব্যানার্জী, কোষাধক্ষ্য রাহুল মিত্র রনি, সমাজসেবক আশুতোষ ঢালী, সন্তোষ বিশ্বাস, শিবপদ ঢালী, বিজন সরকার, বিশ্বনাথ মন্ডল, সহাদেব সরদার, সুভাষ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।