নওগাঁর সাপাহারে ওসির সাথে ট্রাক্টর মালিক-শ্রমিকদের এক জরুরি বৈঠক
রাজশাহী ব্যুরো
আপডেটঃ
শনিবার, ১৪ আগস্ট, ২০২১
৩০২
বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে ওসির সাথে সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাক্টর মালিক-শ্রমিকদের এক জরুরি বৈঠক৷ শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলা সদর নসিব মার্কেটের দ্বিতীয় তলায় এ বৈটক অনুষ্ঠিত হয়৷উনষ্ঠানে ট্রাক্টর মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সকল সদস্যরা উপস্থিত থেকে অফিস কার্যালয়ে সমিতির সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুর রহমান সরকার তিনি বলেন, ট্রাক্টর রাস্তায় চলাচলের জন্য নয় এটি মূলত কৃষি কাজের জন্য ব্যবহৃত। তাই ট্রাক্টর চালাতে হলে সর্বপ্রথম তাদের কে জানতে হবে এর আইন সম্পর্কে। কেউ মাদক সেবন করে বা অসুস্থ শরিরে অথবা অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকেরা যেন কোন ভাবেই ট্রাক্টর নিয়ে রাস্তায় বের হতে না পারে সেদিকে মালিকদেরকে অবশ্যই নজর রাখতে হবে। বিভিন্ন মোড় ও রাস্তার ব্যাকগুলোতে গতি কমিয়ে গাড়ি চালাতে হবে।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেহ গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে বা কেহ মারা গেলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার বিধান রয়েছে।ওসি তারেক রহমান সরকার জানান,আইন কে মেনে চলুন, গাড়ি চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি ৷