কয়রা উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বারর্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যেছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,বৃক্ষ রোপন কর্মসুচি,চিএাংকন ,রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল। বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট কেরামত আলী, প্রানী সম্পাদ অফিসার ডাক্তার কাজী মোস্তাহিন বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক খায়রুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ শরিফুল আলম টিংকু প্রমুখ। পরে যুবঋনের চেক বিতরন এবং রচনা ও চিএাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যেগে বেলা ২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা রফিকুল ইসলাম সানা, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল আলম টিংকু, সাধারন সম্পাদক আমিনুর রহমান বাদল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।