সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন করেছে বৌলতলী শেখ নাইম স্পোর্টিং ক্লাব।
এ উপলক্ষে (১৫ আগস্ট) রবিবার বিকালে বৌলতলী শেখ নাঈম স্পোর্টিং ক্লাবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসেনশিয়াল ড্রাগস সিবিআইয়ের সাধারণ সম্পাদক নূর আলম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আজহার উদ্দিন দাড়িয়া,হাপেজ আল নোমান(বাবলু)ক্লাব কর্মকর্তা ইমরুল মোল্লা,রফিক মোল্লা, আহসান মোল্লা হাসান,কেরামত মীর,মাতিন মিয়া,সাহিরুল ইসলাম সেন্টু,মাহমুদ মোল্লা, আফি ফকির,চয়ন মোল্লা,মেহেদী হাসান তন্ময়,বাবু দাড়িয়া,লিমন বাঙালি ও শিমুল মোল্লা। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শেখ নাঈম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন ইসলাম মোল্লা জঈন।