আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদতবার্ষিকীর এই দিনটি শ্রদ্ধা-ভালোবাসাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে দেশবাসী।তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট (রবিবার) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে, বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান, কৃষক লীগ ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ। প্রতিকৃতির বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল,সবাকে ছাত্রলীগ নেতা মাসুদ করিম সিদ্দিকি, তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিব, তেঁতুলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম,আতাউর রহমান, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খন্দকার আরিফ হোসেন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হেলাল উদ্দিন, তেঁতুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী মিয়া, সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ আল মামুন মুসা, তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রকি,সাংগঠনিক সম্পাদক হালিম রানা সহ নেতা কর্মীরা।
নেতা কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষক লীগ,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, আব্দুল লতিফ তারিন বলেন, আগস্ট মাস এলেই মনে পড়ে যায় সেই ভয়াবহ স্মৃতি, যা আমাদের বেদনার্ত করে তোলে। যে বিশাল হূদয়ের মানুষকে কারাগারে বন্দি রেখেও স্পর্শ করার সাহস দেখাতে পারেনি পাকিস্তানি হানাদার বাহিনী, অথচ স্বাধীন বাংলার মাটিতেই তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যার সেই ষড়যন্ত্রের নীলনকশা আজও একেবারে শেষ হয়ে যায়নি। জাতির পিতাকে হারানোর সেই দুঃসহ স্মৃতি দীর্ঘ কয়েক যুগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট মেয়ে শেখ রেহানা।জাতির পিতার স্বপ্নকে রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা আমাদের মাঝে দৃশ্যমান।