স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি, সিএমপি, চট্টগ্রামের পক্ষ থেকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুনাক সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি, চট্টগ্রাম। এছাড়াও শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় সেখানে পুলিশ নারী কল্যান সমিতি, সিএমপি, চট্টগ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।