সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ই আগষ্ট) সকাল ১০টায় কলবাড়ী বাজারে জেলা পরিষদের আঞ্চলিক কার্যালয়ে ১০০টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা বুড়িগোয়ালিনী, গাবুরা,
আটুলিয়া, মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অসিম কুমার জোয়ারদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সভাপতি জি এম সাহাবুদ্দিন আলম (সাবু),তাঁতী লীগের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সভাপতি আলিমুজ্জামান (আলিম),ও জি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।