গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অসহায় পিতা-মাতাদের পাশে উজ্জ্বল তরফদার।১৫ আগস্ট,রোববার উজ্জ্বল তরফদারের উদ্যোগে বন্ধুদের নিয়ে বৃদ্ধা পিতা-মাতাদের পাশে থেকে তাদেরর জন্য রান্না করে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেন। তিনি বন্ধুদের নিয়ে এই বৃদ্ধা আশ্রমে বৃদ্ধ পিতামাতাদের জন্য একের পর এক কাজ করে আসছে।
উজ্জ্বল তরফদারের কাছে তার এই অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সর্বপ্রথম যাদের প্রতি কৃতজ্ঞতা হবো তারা হচ্ছে মিরন,নকিব,ইলাহি,নাইম খান এরা সব সময় পাশে থেকে আমার এই উদ্যোগকে প্রাধান্য দিয়ে আসছে।
তিনি আরো বলেন, এর আগে এই বৃদ্ধাশ্রমে মুসলমানদের জন্য কোন অযুখানা ছিল না আমরা একটা অজুখানার ব্যবস্থা করে দিয়েছি, এক বেলা খাবারের ব্যবস্থা করেছি আজ আমরা প্রতিনিয়ত এই ভাবে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতা-মাতা দের সেবায় এগিয়ে আসবো।