এসেছে পল্লী শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এবং বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
আশাশুনিতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫আগষ্ট) বেলা ১১টার সময় আশাশুনি বিআরডিবি হল রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসনের সমন্নয়ে বিআরডিবি উপজেলার প্রান্তিক মৎস্যজীবী কৃষক ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনা সহায়তা প্রদান করে। প্রণোদনার মধ্যে ছিলো বিআরডিবি কতৃক ক্ষুদ্র ও মাঝারী শিল্পউদ্যোক্তাদের ১৫ জনের মাঝে নগদ ২৪লক্ষ ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়,।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হোসেন খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহকারি ভুমি অফিসার শাহিনা সুলতানা,আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো: গোলাম কবির সহকারি ভুমি, আশাশুনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা: সুদেষ্ণা সরকার আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি আশাশুনি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান আশাশুনি সাবেক বিআরডিবি চেয়ারম্যান স ম সেলিম পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ ,বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মন্নান আশাশুনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ সানা সহ আরো অনেকে।