কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমের ফ্রুট ব্যাগিং পদ্ধতি বিষয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ঘটিকার সময় উপজেলার নিতপুর থানার মোড় সংলগ্ন স্থানে উপজেলার বিভিন্ন আমচাষীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম।
এসময় আমের ফ্রুট ব্যাগিং পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা মূলক বক্তব্য দেন তিনি। বলেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতি অবলম্বন করলে আমের রং ভালো থাকে। পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ফলে বাজারে এর চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। এছাড়াও ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আমচাষ লাভজনকসহ অন্যান্য সুবিধার কথা তুলে ধরেন জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে অন্যান্যের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তারুল ইসলাম প্রমুখ।এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক আমচাষী ও আম ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে নিতপুর টেলিফন অফিস সংলগ্ন আমচাষী মোঃ নোমান আলীর একটি ফ্রুট ব্যাগিং করা আশি^না আমের বাগান পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।