শুভ চন্দ্র, সিংড়া প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিংড়া পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ডে ১২ শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার সচিব আঃ মতিন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ আজিজ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলই আফরোজ সরকারী কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল,সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
চাল বিতরন কালে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন। চলনবিলের কৃতি সন্তান মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় পৌর এলাকার কেউ যেনো ১ বেলা না খেয়ে থাকে তার জন্য আমরা মানবিক সহায়তা, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। করোনার এ সময় আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কারন আমার পরিবারে ও করোনা হানা দিয়েছে। আমি ১৪ দিন জনগনের সেবা করতে পারিনি।সকল দুর্যোগে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।