ঝিকরগাছা উপজেলাধীন আইডিয়াল ক্যাডেট স্কুল (মোহাম্মদ পুর-ছুটিপুর) কেজি শ্রেণির ছাত্র সামিউল, পিতাঃ তরিকুল ইসলাম, গ্রামঃ ডহর মাগুরা আমতলা আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় মনোহরপুর ব্রীজের কাছে মাইক্রোবাসের সাথে এক্সিডেন্ট করে স্পটডেথ হয়। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। সান্তনা দেবার মত ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক বাবা-মা সহ আপনজনদের ধৈর্য ধরার মত তৌফিক দান করুন। আইডিয়াল ক্যাডেট স্কুল পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আল্লাহ পাকের কাছে তার জান্নাত কামনা করছি, আমিন।
মোঃ তৌহিদুজ্জামান, প্রধান শিক্ষক, আইডিয়াল ক্যাডেট স্কুল