করোনার ভয়াবহতায় মানুষ যখন আতঙ্কগ্রস্ত, স্বজনদের মৃত লাশ দাফন করতেও সাহস করছিল না, ঠিক তখনই করোনা যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে জনসচেতনতা সৃষ্টি, করোনা রোগীদের চিকিৎসার জন্য বাসা থেকে হাসপাতলে পৌঁছে দিতে ফ্রী অ্যাম্বুলেন্স সহায়তা ও করোনা পজেটিভ লাশ দাফনে মনোনিবেশ করেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত ও ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার আলেম শিক্ষকগণ।
আজ ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী সিটিতে করোনা রোগীদের জন্য ফ্রি এম্বুলেন্স সার্ভিস এ দারুল আরকাম শিক্ষক স্বেচ্ছাসেবকদের কার্যক্রম পরিদর্শন কালে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন ত্যাগ স্বীকার করে সেবামূলক কাজগুলো অব্যাহত রাখার জন্য শিক্ষকগণকে অনুরোধ জানান।
এসময় কেন্দ্রীয় সহ সভাপতি মুফতী মুনাওয়ার হোসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক-২ মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক-৩ মুফতী আহমদ কবির, রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা মাকসুদুল ইসলাম, বগুড়া জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেস, জয়পুরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, করোনায় আক্রান্ত ও মৃতের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেলে গত জুলাই মাসের শুরু থেকে ব্যাকম্যানস্ করোনা ওয়ারিয়ার্স Bakeman’s এর সার্বিক সহযোগিতায় এবং তাকওয়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক-৩ মুফতী আহমদ কবির এর তত্ত্বাবধানে দারুল আরকাম শিক্ষকগণ ঢাকা, রাজশাহী ও খুলনায় ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস এ স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করে আসছেন।