১৯/৮/ ২০২১ ইং বৃহস্পতিবার নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া ইমাম হুসাইন (রাঃ)হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ঘর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন হাতে দিয়ে সবক পড়িয়ে দেওয়া হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ লিয়াকত আলী শাকপালদিয়া, মুফতী আব্দুল কাইয়ুম কাসিমুল উলূম মাদ্রাসা, নগরকান্দা উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী আসাদুজ্জামান কাসেমী, নগরকান্দা উপজেলা ইমাম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মুস্তাফিজুর রহমান, বালিয়া মাদ্রাসার মুহতামিম হযরত হাফেজ আবুবকর, কাফুরা মাদ্রাসার মুহতামিম মুফতী শিহাব উদ্দীন, মোড়ের হাট মাদ্রাসার মুহতামিম মুফতী আবু সাঈদ , নগরকান্দা উপজেলা ইমাম-উলামা পরিষদের যুগ্ন সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম মুফতী ফয়জুল্লাহ, মুফতী হাবিবুর রহমান, নগরকান্দা উপজেলা ইমাম-উলামা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ শামিম হোসাইন, মামুন মিডিয়ার পরিচালক হাফেজ আসাদুল্লাহ সহ স্থানীয় ওলামা-মাশায়েখ এবং ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস জানান মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একবছরের মধ্যে নূরানী, নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও লেখাপড়ার জায়গা সংকুলান হচ্ছিলো না।তিনি পরামর্শক্রমে মাদ্রাসার ছাত্রদের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন সকলের দোয়া ও সহযোগিতায় অতি অল্প সময়ে অত্র এতিমখানার ঘর নির্মাণ সম্পন্ন হয়।আজ বৃহস্পতিবার হেফজ খানার ঘরটি দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।বিশেষ দ্রষ্টব্যঃ প্রায় ৬০জন শিক্ষার্থী অত্র মাদরাসার লিল্লাহ বডিং এ থেকে সম্পূর্ণ ফ্রি ভাবে কোরআন শিক্ষা গ্রহণ করছেন।