খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা ও মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, কালনা নিবাসী মোঃ মকবুল হাওলাদার (৮৫) স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে আজ ভোর ৪:১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।