নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে র্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোসা. খাদিজা আক্তার (৩৫), মোসা. আয়শা আক্তার (২৫) এবং খাদিজা আক্তার (২৫)।র্যাব জানায়, আসামি তিনজন একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার অভিমুখে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে তাদের শরীর ও ব্যাগ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচার করে আসছিল তারা।তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।