নিহতের পরিবার সূত্রে জানাযায়, ঘটনার দিন বাড়িতে মায়ের সাথে খেলা করছিল সন্তান শাহীন বারান্দায়।মা ঘর থেকে বিদ্যুতের লাইন বের করে টেবিল ফ্যানে বাতাস খাওয়াচ্ছিলেন মা ছেলেকে। এমতাবস্থায় ছেলেকে ফ্যানের কাছে মা ছেলে শাহীন কে রেখে পুকুরের ঘাটে শপ ধোয়ার জন্য যায় মা মুনিরা বেগম। এর মাঝে ঘটে গেল এক দুর্ঘটনা।
শিশু শাহিন না বুঝেই বিদ্যুৎ লাইনের মাল্টিপ্লাগের সকেটে হাত দেয়। মা মনিরা কাজ শেষে এসে দেখে বিদ্যুৎস্পৃস্ট হয়ে আছে সন্তান। মা কোন কিছু না বোঝেই ছেলেকে বাঁচাতে ছুটে এসে ছেলেকে ধরতে গিয়ে নিজেও সর্টখায়। পরে লাইন বন্ধ করে বাচ্চা টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এঘটনাই নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে৷