যশোরের একটি আবাসিক হোটেল থেকে মাদকাসক্ত দুই পুলিশ কনস্টেবলকে মাদকসহ আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) বিকেলে যশোর শহরের মোমিননগর ভবনের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই পুলিশ সদস্যের কাছ থেকে দুই বতল ফেন্সিডিল পাওয়া যায় ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের চারটি পাইপ এবং লাইটার উদ্ধার করা হয়েছে।বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বার্তা বাজার কে বলেন, পুলিশের দুই কনস্টেবল যশোর আবাসিক হোটেলে ফেনসিডিল ও ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত দুই পুলিশ মুজাহিদ (২৭) কং নংঃ১৭৩৪ ও আজম মোল্যা (৩০)কং নংঃ ১৩১১৬।
জানা গেছে, আজম মোল্যা যশোর চাচড়া পুলিশ ফাঁড়িতে ও মুজাহিদ ঢাকা মেট্রোপলিটনে কর্মরত ছিলেন।