শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক ড. কে এম এ এম সোহেল (এল.টি)। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী। এছাড়াও যুক্ত ছিলেন সহকারী কমিশনার(আইসিটি) অধ্যক্ষ ইউসুফ আলী , সম্পাদক ও কোর্স পর্যবেক্ষক মোহাম্মদ এমদাদুল হক, জেলা রোভার স্কাউট লিডার নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মোস্থফা কামাল। কোর্স সমন্বয়ক হিসেবে যুক্ত ছিলেন যুগ্ম-সম্পাদক আরিফুর রেজা (এ.এল.টি)।
এছাড়াও যুক্ত ছিলেন স্কাউটার মোকছেদ আলী (উডব্যাজার), স্কাউটার হাসান আলী (উডব্যাজার),স্কাউটার শফিকুল ইসলাম,স্কাউটার রেদোয়ান ইবনে কাফিসহ ৬০ জনের অধিক রোভার ও গার্ল- ইন রোভার যুক্ত ছিলেন।