আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃআশাশুনির শোভনালী ইউনিয়নে বালিয়াপুর গ্রামে একব্যক্তির ৩০বছরের উর্দ্ধকাল চলাচলের পথে জোরপূর্বক ঘর নির্মানের অভিযোগ । সরেজমীন ও বিভিন্ন অভিযোগে জানাগেছে বালিয়াপুর গ্রামের হেদায়েত আলী গাজী দীর্ঘ ৩০বছরের উর্দ্ধকালধরে সরকারি যায়গা দিয়ে যাতায়াত করে আসছে। প্রতিপক্ষ একই গ্রামের দুলাল সরকারের ছেলে বিষ্ণুপদ, স্বপন ও শ্মশান পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সকাল ৮টার দিকে ওই পথের উপর ঘর নির্মানের কাজ শুরু করেন। এরপর উপায়ন্ত না পেয়ে হেদায়েত ৯৯৯নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই ঘর নির্মানের কাজ সম্পন্ন করে। এ দিকে ক্ষতিগ্রস্থ হেদায়েত জানান বালিয়াপুর মৌজার হাল ২২৫৫ দাগে ২৪ শতক জমি ১/১নং খতিয়ানভুক্ত আছে। উক্ত জমির উপর দিয়ে ৩০বছরের অধিক সময় আমরা চলাচল করছি। হঠাৎ করে আমাদের চলাচলের পথে ঘর বেধে আমাকে অবরুব্দ করেছে। প্রতিপক্ষরা জানান গ্রামবাসী সরকারী যায়গার উপর দিয়ে সকলের চলাচলের ব্যবস্থা করে দেন। আমরা কাহারোর পথ অবরুব্দ করেনি। হেদায়েত তার দখলীয় সরকারী পথ ছেড়ে দিলে আমরাও ঘর উঠিয়ে নেব। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।