দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারের কাছে খাদ্য সহায়তা, দাফন ও কাফন হিসেবে সরকারি অনুদান বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। গত ২৩ আগস্ট সোমবার রাত ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা ঘটনাস্থল পরিদর্শন করে এ অনুদানের টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, স্থানীয় আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ দূর্ঘটনাটি গত ২৩ আগস্ট সোমবার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের পীর পাড়ায় বিকেল ৪ টায় ঘটেছে। বাড়ির পাশ্ববর্তি অশ্বীনিয়া পুকুরে প্রচুর বৃষ্টির সময় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৫), সাইমুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক (২৫) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলীর (২৩) মর্মান্তিক মুত্যু হয়।