চৌগাছা উপজেলার ৪ নং ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ কর্তৃক জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসী চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আজ এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে চৌগাছা উপজেলায় ৪ নং ধুলিয়ান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী ধুলিয়ানি হইতে মুকুন্দপুর রাস্তার একটি শাখা ইউনিয়ন সংলগ্ণ কপোতাক্ষ নদে মিশেছে, যে শাখা রাস্তাটি অত্র ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অধিবাসীবৃন্দ কপোতাক্ষ নদের রাস্তা হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে আসছে এবং এই পর্যন্ত গ্রামবাসী রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুমে বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাট জাক/ পচন / ধোয়া এর কাজে চলাচলের জন্য একমাত্র রাস্তা হিসাবে ব্যবহার করে।
অভিযোগে আরও বলা হয় অত্র ইউনিয়ন পরিষদ হঠাৎ করে কোন পরিমাপ ছাড়া প্রকল্প দিয়ে পরিষদের অপর দুই প্রান্ত উন্মুক্ত রেখে দীর্ঘ দিনের এই চলাচলের রাস্তা টি ইটের প্রাচীর দ্বারা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলে গ্রামবাসীর পক্ষ থেকে মুঠোফোনে ধুলিয়ানী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কে জানালে অত্র ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল করিম কাজটি সাময়িক বন্ধ রাখেন। কিন্তু অদৃশ্য শক্তি বলে ইউনিয়ন পরিষদ কর্তৃক উক্ত চলাচলের রাস্তা টি ইটের প্রাচীর দ্বারা আবদ্ধ করে চলাচলের সম্পূর্ণ বাধাগ্রস্থ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় অত্র ওয়ার্ডের সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।