নেত্রকোনার মোহনগঞ্জে নবাগত ইউ এন ও জনাব ছাব্বির আহমেদ আকুঞ্জী মহোদয়ের সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার বেলা-১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছাব্বির আহমেদ আকুঞ্জী সাংবাদিকদের সহযোগিতা চেয়ে উপজেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃরফিকুল ইসলাম রকিব,সহসভাপতি জহিরুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্নসাধারন সম্পাদক মানিক তালুকদার,সাবেক সভাপতি আবুল কাসেম আজাদ, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল, সাংবাদিক আঃ রব ও সাংবাদিক আজহারুল ইসলাম প্রমুখ।