বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান বুধবার (২৫ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
বিএসপির ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু, কাজী নূর প্রমুখ। প্রধান অতিথি এসময় মঙ্গলবার ভার্চুয়ালে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তিন গ্রæপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে ভার্চুয়ালে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।