ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার ২জন। তারা হলেন- সদরের হাসনা বানু(৮৫) ও আফসার আলী(৫৫)। এছাড়া বাকি ২জন অন্য জেলার।ডা. সাজ্জাদ আরও জানান, সোমবার মোট ৩৮০টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৭জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এন্টিজেন পরীক্ষায় ৩জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ৭১জনের মধ্যে সদরে ৬২,গাবতলীতে ৪, নন্দীগ্রামে ২, শিবগঞ্জে,আদমদীঘিতে ও শাজাহানপুরে একজন করে। ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৬৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ৮৩২জন এবং ৩২১জন চিকিৎসাধীন রয়েছেন।