জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের রামভদ্রপুর গ্রামে আইনশৃংখলা বাহিনীকে মাদক উদ্ধারে সহায়তার অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
আদালতে মামলা নং-১২৩পি/২১ অনুযায়ী জানাযায়, সম্প্রতি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কয়েকজন মাদককারবারিকে ধাওয়া করে। মাদককারবারিরা নিজেদের বাঁচার জন্য তারা উপজেলার রামভদ্রপুর গ্রামের আঃ জলিলের ছেলে রহিদুলের (৪৮) বাড়িতে মাদক (ফেন্সিডিল) ফেলে পালিয়ে যায়। পুলিশ রহিদুলের বাড়িতে ফেলে যাওয়া তাদের মাদকগুলো উদ্ধার পূর্বক শশুড় আমেদ আলীকে গ্রেপ্তার করে ও রহিদুলকে পলাতক আসামী করে থানায় মামলা দেয়। একই এলাকার অছিরের ছেলে ইলিয়াস হোসেন (৪২) ও লুৎফরের ছেলে রনি (৩২) পুলিশকে মাদক ধরে দেওয়ার অপরাধে রহিদুলকে নানান রকম হুমকি ও ভয় দেখায়। এরই জেরে রহিদুলকে বাড়ি থেকে তারা ডেকে নিয়ে অন্যত্র ব্যাপক মারধর করে ননজুডিসিয়াল ৪টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। রহিদুল বলেন, আমি গরীব অসহায় ভ্যান চালিয়ে কোন রকমে ৫ সদস্যের সংসার চালায়। বর্তমানে মামলার ভয়ে আমি এখন বাড়ি ছাড়া।