কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের হোমনা প্রতিনিধি মো.আক্তার হোসেনের মা কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল জলিল সওদারের স্ত্রী রহিজা বেগম (৭৫) আজ বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ বৃহস্পতিবার বাদ আছর উপজেলার কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে স্হানীয় কবরস্হানে দাফন সম্পন্ন হয়।
তার মৃতুতে হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান সরকার, উপ সচিব মো. মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসীন সরকার, বিসিআইসি কলেজের শিক্ষক অধ্যাপক মীর মো. মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাব, হোমনা প্রেসক্লাব, থানা প্রেসক্লাব ও মুরাদনগর উপজেলার সকল সাংবাদিক ও রাজনৈতিক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।