-চট্রগ্রাম হোমিওপ্যাথিক উন্নয়ন সোসাইটির উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার, ২৬ আগষ্ট ২০২১ খ্রি.সকাল ১১.০০ টায় রাশেদ হোমিও কেয়ারে অত্র সংগঠন এর আহবায়ক ও বিশিষ্ট হোমিওপ্যাথিক ছাত্র নেতা আকতার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন অত্র সংগঠন এর উপদেষ্টা ডাঃ আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন ডাঃ রাহনুমা।মতবিনিময় সভায় আরও উপস্হিতি ছিলেন,অত্র সংগঠন এর যুগ্ম আহবায়ক জান্নাতুল আবছারী,আবু হানিফ মোঃ রায়েদুল ইসলাম প্রমুখ
মতবিনিময় সভায় হোমিওপ্যাথিক উন্নয়নে এবং অত্র সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ করনীয় উপর আলোচনা হয় যেমন-১)ডাঃ পদবী নিয়ে জটিলতায় করনীয় পদক্ষেপ।২)অএ সংগঠনের এ যাবত করনীয় কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা।৩)ফান্ড ও মাসিক ফি আদায় নিয়ে আলোচনা।৪)সদস্য বৃদ্ধি সংক্রান্ত আলোচনা।৫)নিয়মিত ক্লাস পরিচালনা নিয়ে আলোচনা।৬)সংগঠনের পরবর্তী পদক্ষেপ(অফিস,রেজিস্ট্রেশন) নিয়ে আলোচনা।৭)ফ্রী ক্যাম্পেইন নিয়ে করনীয় পদক্ষেপ।৮)কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা ও এ বিষয়ে সকলের মতামত জানা।৯)ক্লাসে সকলের উপস্থিতি নিশ্চিত করন নিয়ে আলোচনা।১০) সকলের মাঝে হোমিও চেতনা তথা হ্যানিমানের আদর্শ উপস্থাপন ও মেনে চলার পরামর্শ প্রদান।পরে আহবায়ক সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন।