আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের অভ্যর্থনা কক্ষে এসি প্রদান করলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার ২৬/৮/২১ বিকালে তিনি ব্যক্তিগত অর্থায়নে দুই টনের একটি এসি রিভার ভিউ কেওড়া পার্ক এর অভ্যর্থনা কক্ষের জন্য প্রদান করেন।এসময় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন একসময় মরিচ্চাপ নদীর ধারে বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে ওঠে এবং একটা শ্রেণীর মানুষ এই চর দখলের পায়তারা শুরু করে। তখন এটাকে রক্ষা করার জন্য সর্ব প্রথমে আমি কেওড়া গাছ ও বীজ বপন করি। যার ফলে এখানে একটি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ তৈরি হয় এবং একটি সুন্দর কেওড়া বাগান গড়ে ওঠে। এটা ছিল আমার স্বপ্ন। এরপর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারিভাবে এখানে অনুদান দিয়ে মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা হয় যা আজ মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক নামে পরিচিত। এখন সাতক্ষীরা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ বিনোদনের জন্য এই কেওড়া পার্কে আসে। এই মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক এর জন্য আমি সব সময়ে আন্তরিক ছিলাম এবং আছি ভবিষ্যতে এই পার্কের উন্নয়নের জন্য আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তা ও পার্কের কর্মচারীবৃন্দ।