বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নবীনগর উপজেলার কৃষ্ণনগর স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সদস্য ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক নিয়ে আলোচনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ আলামিনুল হক, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মলাই মিয়া, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ (রাশেদ সর্দার), নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, সরকার, কৃষ্ণনগর ৫ নং ওয়ার্ড মেম্বার নূরে আলম ( কোহিনুর )
নবীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আব্দুল হান্নান, ইয়াসিন মাহমুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতিময় দিনগুলো নিয়ে আলোচনা করেন।