নওগাঁর পোরশায় জাতীয় মৎস সপ্তাহ-২০২১ পালনের লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনময় করেছেন উপজেলা মৎস কর্মকর্তা মনিরুজ্জামান। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে তিনি ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ পালনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় মৎস বিভাগের কর্মচারী ও উপজেলার প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি কামরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক রইস উদ্দিন ও সকল সদস্য উপস্থিত ছিলেন।সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষি ও সুফল ভোগীদের মধ্যে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।এ সময় দেশিয় প্রজাতির মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছের বিক্রয় রোধে নিয়োমিত অভিযান পরিচালনার বিষয়ে জোরারোপ করা হয়।