বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধানের শীষ গুলো কৃষকের স্বপ্ন হয়ে বাতাসে দুলছে শরতের মাঝামাঝি সময়ে ধানের জাত ব্রি ধান ৪৮ শার্শার ০৮নং বাগআঁচড়া ইউনিয়ন এর বাগাডাঙ্গা ব্লকের টেংরা গ্রামের কৃষক মোঃ ইছাহক মোল্লার জমিতে শুরু হয় ধান কাটার আনুষ্ঠানিকতা ব্লকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ একরামুল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শার্শা-যশোর। তিনি বলেন অতি অল্প সময়ে এই ব্রি ৪৮ জাতের ধান কৃষকের চাহিদা পূরণ করবে আমি আশাবাদী ভালো জমি হলে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন হয় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামীম খান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শার্শা-যশোর ও সুখেন্দু মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার, শার্শা-যশোর এবং মোঃ আবু জাহিদ উপসহকারী কৃষি অফিসার বসতপুর ব্লক,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্বজিৎ মন্ডল,উপ-সহকারী কৃষি অফিসার বাগআঁচড়া,শার্শা-যশোর
তিনি বলেন অল্প দিনে বেশি ফলনশীল একটি ধান ব্রি ৪৮ এ ধানে চিটার সংখ্যা খুবই কম এই ধানটি আমাদের এলাকায় আউশ মৌসুমে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে, আগামীতে এই ধান লাগানোর জন্য চাষীদের আমরা উৎসাহিত করছি অনেকে আগ্রহী এবার লাগাইছেন আগামী আরও বেশি লাগাবে আমি আশাবাদী ।