ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড়ে যাওয়ার মেইন রোডের পাশ হতে ১০০ গজ ভিতর দিকে চিরাখাওরি বন্ধ নামক জায়গায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
উক্ত যুবক রিকশাচালক ছিল। এই চালকের নামঃ কালাম মিয়া (২৫) লাশ পিতাঃ মৃত্যু মন্না মুন্সি । গ্রামঃ চান মিয়ার গেরেজ, পুলিয়ামারি, সদর উপজেলা, ময়মনসিংহ।উক্ত লাশ পুলিশের তদন্ত চলছে, কে বা কারা এই ঘটনার সাথে জরিত আছে! তবে!! যারাই জরিত আছে তাদের শাস্তির দাবি জানাচ্ছেন মৃত ব্যক্তি আত্মীয়-স্বজন।