ঝিকরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হুদা রাসেল এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
তিনি তার শোক বার্তায় বলেছেন খায়রুল হুদা রাসেল ঝিকরগাছা উপজেলার আওয়ামী লীগের একজন সুচিন্তিত সংগঠক, সবসময় হাস্যজ্জল ব্যক্তিত্ব ছিলেন। তার অকাল মৃত্যুতে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের একটি নক্ষত্র যেন রাজনৈতিক অঙ্গন থেকে ঝরে পড়ল, এটি একটি অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার রেখে যাওয়া পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।