অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২১ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জনাব মাহাদী হাসান শ্রাবণ এর বিদায় উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মাহাদী হাসান শ্রাবণ এবং সঞ্চালনায় ছিলেন আর জে নাহীদ, একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ইকরামুল হক টিটু মহোদয়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল এবং নাসিরাবাদ কলেজের প্রভাষক মিজানুর রহমান সহ ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ ওনি সহ মহানগরের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ শহরের বেশ কয়েকটি সংগঠন স্বেচ্ছাসেবকরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্য হতে পাশে আছি আমরা সংগঠন এর পক্ষ হতে বক্তব্য রাখেন উক্ত সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শাকিল, নবজাগরণ কল্যাণ পরিষদ হতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সোহান সহ মানবসেবায় আমরা ময়মনসিংহ সংগঠন এর সভাপতি রায়হান আকন্দ। এবং উপস্থিত ছিলেন পথশিশুদের পাশে আমরা এর সভাপতি আঁখি আক্তার ও তার সদস্য বৃন্দ। এবং আরও অনেক সংগঠন এর স্বেচ্ছাসেবীগণ সেখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জনাব ইকরামুল হক টিটু মহোদয় তার বক্তব্যে বলেন- স্বেচ্ছাসেবকরা আছে বলেই অন্য দেশের তুলনায় বাংলাদেশে করুনার প্রকোপ অনেকাংশে কম এবং ময়মনসিংহ নগরের উন্নয়নের বেশ অবদান রাখছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। ওনী একই সাথে সকল সংগঠন এর সদস্য বৃন্দ দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করে করেন। সর্বশেষ সাবেক সভাপতি জনাব মাহাদী হাসান শ্রাবণ এর বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এবং নতুন সংগঠন এর সভাপতি হিসেবে দায়িত্ব পান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব শরীফ আহমেদ।