কুষ্টিয়া জেনারেল হাসপাতালে র্যাবের অভিযানে ৩ দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন
মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।আটককৃতরা হলো, ১। ইবি থানার শংকর পুরের মৃত আতিয়ার রহমানের পুত্র আকুল আহমেদ (৩২) ২। কুষ্টিয়া সদর উপজেলার মনজেল আলীর পুত্র রফিকুল ইসলাম।
৩। সদর উপজেলা জুগিয়ার মৃত মহসিন ফকিরের পুত্র জাহাঙ্গীর আলম (৩৮)।আজ বেলা সাড়ে ১২ টার সময় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার
স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসাতালে রোগীদের সাথে প্রতারনা করার অভিযোগে ৩ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে, সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার
করলে, আকুল এবং রফিকুলকে ২১ দিন করে এবং জাহাঙ্গিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন।