নির্বাচন কমিশন ( ইসি ) ঘােষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনের অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে আগামী ৭ অক্টোবর।নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এই ভােট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
সিসি এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক তফসিলে জানানাে হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর দালিককৃত মনােনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ, ১৯ সেপ্টেম্বর প্রার্তীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৭ অক্টোবর ভােট গ্রহণ হবে।শূন্যপদের নির্বাচনে দলীয় মনােনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আজ ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনােনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে সােনারগাঁ উপজেলা পরিষদ এলাকা । বিদ্রোহীসহ ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে ২০১৯ সালের ৩১ মার্চ এই উপজেলার চেয়ারম্যার হয়ে ছিল মােশারফ হােসেন । গত ২২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর থেকে পদটি শূণ্যই ছিল।