কুষ্টিয়া বি আর টি এ অফিসে র্যাবের অভিযানে তিনজন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারদন্ড প্রদাণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রতারণা ও দালালীর অভিযোগে র্যাব -১২ কুষ্টিয়া সিপিসি-১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র্যাব-১২ কুষ্টিয়া ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন অভিযান চালালে ১। মিরপুর উপজেলার খায়েরপুরের মহিউদ্দীনের পুত্র মমিনুর রহমান (২৮)।২। মিরপুর উপজেলার হাজারহাটের গফর শেখের পুত্র রিয়াজুল ইসলাম (৪১)।
৩। কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এসটেটের রফিক আহমেদের পুত্র হামিদ হোসেন রাজিব (৩৫)। কে দালালী ও প্রতারণা অবস্থায় দালালী ও প্রতারণার অপরাধে আটক করা হয় । পরে ভ্রাম্যমান আদালত উপস্থাপন করলে, সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে বি আর টি এ অফিসের দালাল মমিনুর, রিয়াজুল ও হামিদ হোসেন রাজিবকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন।