নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্র বিহিন ১০ দিন ব্যাপি ভিডিপি নারী পুরুষ মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে।রবিবার ১০ ঘটিকার সময় নিতপুর গানইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে প্রশিক্ষন কার্যক্রম।
দশ দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোসাঃ শাহিনা সরকার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক উমর ফারুক, ইউনিয়ন দলনেতা রইস উদ্দীন ও দলনেত্রী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে নিতপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৮ থেকে ৩০ বছর বয়সী ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোসাঃ শাহিনা সরকার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যাগণ ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী চাকুরীতে নির্ধারিত ১০% কোটায় আবেদন করার সুযোগ পাবেন বলেও জানান তিনি। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলবে এ মৌলিক প্রশিক্ষন শেষে সকল প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হবে।