মেয়ে আমি আখতাড়াইল
মিটু পথ দিয়ে
আফছার মেমোরিয়াল ইস্কুলে গিয়েছি,
বিদ্যা শিক্ষায় সুন্ধর ভবিষ্যত গড়তে,
সেই মেয়ে তুমি
সহজ সরল আমার মন পেয়ে
উতাল নীনার মাতাল হাওয়া টানলে।
তাই তো মেয়ে
আমার মন হলো বেতাল
আমি কবি স্বজন হারা
সুজন বলে য়াই,
মেয়ে তুমি আমাকে দুঃখ দিয়ে
সুখী হলে,
তাতে আমি সুখী।
প্রকৃত প্রেমিক কখন
কারও দুঃখ চাই না
আমিও মেয়ে তুমার দুঃখ চাই না,
মেয়ে ভালবাসা কি মোর অপরাধ
জানতাম জুদি আগে
আখতাড়াইল ইস্কুল যেতাম না তবে।
ভালবেসে পেলাম শুধুই বেথ্যা
আজ আমি শুধু একা।