শিবপুরের ঢাকা- সিলেট মহাসড়কের কারারচর হাবিব প্লাস্টিক মিলের সামনের ডোবা এক যুবকের মৃত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় সাতক্ষীরা, শ্যামনগর গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া গ্রামের মৃত্যু ছরাফ মালীর বড় ছেলে হাসিবুল আলমের (২৩) মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান বলেন, কে বা কারা হাসিবুলকে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছে। সে ঢাকা রবি টাওয়ার নেটওয়ার্ক কোম্পানিতে চাকরি করতো। তার ন্যাশনাল আইডি কার্ড কাছে ছিল বলে আজ শ্যামনগর থানার মাধ্যমে আমরা জানতে পারছি তাকে খুন করা হয়েছে। তার ন্যাশনাল আইডি কার্ড কাছে না থাকলে আমরা কোন সন্ধান পেতাম না। এবং আমারা সুনছি সকাল ১১টায় সময় নরসিংদী পুলিশ সদস্যরা হাসিবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর মর্গে আছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আমাদের কাছে একটি শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের একটি ন্যাশনাল আইডি কার্ড পাঠিয়েছিল। ঠিকানা গাবুরা বাসা/ হোল্ডিং ১০৫ গ্রাম রাস্তা /ডুমুরিয়া, ডাকঘর গাইন বাড়ী -৯৪৯০/ শ্যামনগর, সাতক্ষীরা। এবং হাসিবুলের বাড়িতে আমরা খবর জানাই এটি নরসিংদী ঘটনা ঘটেছে এ বিষয়ে আমি আর কিছু জানি না।