নিজেকে কেমন যেনো অচেনা লাগছে…………………..
এই কি সেই সহজ সরল আমি !!
নাকি অনেক অভিজ্ঞতা সঞ্চারিত কোন………………………..
নিজেকে হারিয়ে ফেললাম কিছুক্ষণের জন্য……………
মাইল – মাইল শূণ্যতায় গেলাম হারিয়ে………………………….
হাসলাম মনে মনে এখন আমার চোখ দুটো মানুষ চেনে ।।
নিজেকে আবিষ্কার করলাম অন্তহীন গহ্বরে…………………
খুব ব্যস্ত চোখ দুটো কর্তব্যরত………………………
আর নিজের মনটা অবনত নিরুপায়…………………....
হঠাৎ চোখে চোখ পড়তেই সম্বিত ফিরলো……………………..।।
বাংলাদেশ মহিলা পরিষদ,, যশোর শাখা।।