ঢাকা থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৌলতপুর প্রেস ক্লাব ( ডিপিসি) এর সভাপতি,কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু ।
গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার নিয়োগপত্রের বিষয়টি নিশ্চিত করেন। দৈনিক আজকালের খবর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল আলীম সাচ্চু ।দৌলতপুরের হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন এই সংবাদকর্মী।