বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।এর আগে উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করে দিক নির্দেশনা মূলক বক্তব্যদেন তিনি।উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মোল্লা, আব্দুস শুকুর সরদার, জানবক্্র সরদার, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।