বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা যেখানে সমস্যা সেখানে ছুটে যান উপজেলা ইউএনও খাতুনে জান্নাত।সকাল ৮.৩০ মিনিটের সময়
পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শহর রক্ষা বেরী বাঁধে বান্দাঘাটা সুইচ গেট এলাকায় জমি নিয়ে সমস্যা ছিল সেখানে পরিদর্শন করেন শরণখোলা উপজেলা ইউএনও খাতুনে জান্নাত।
পানি উন্নয়ন বোর্ড ও জমির পূর্ব মালিক গনের কাগজপত্র দেখে আগামী ২০ সেপ্টেম্বর পর যে কোন সময় শরণখোলা উপজেলা ইউএনও খাতুনে জান্নাত অফিসে বসে সমস্যা সমাধান করা হবে বলে দুই পক্ষ কে আস্থত করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও এলাকার জনগণ।
শুধু বান্দাঘাটা নয় শরণখোলা উপজেলার বলেশ্বর থেকে ভোলা,শরণখোলা বাজার থেকে ধানসাগর বাজার পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন শরণখোলা উপজেলা ইউএনও খাতুনে জান্নাত।