সফেদ ফেনার সাথে মিলে হবো একাকার…………….
সূর্য স্নান দেখবো প্রভাত আর সাঁজ বেলার…………………
মিলেমিশে হবো একাকার আমি আর সমুদ্র……!
পৃথিবী সুস্থ হলে আবার যাবো দূর পাহাড়ে…………….
নীল মেঘের কোলে ঘুমন্ত পাহাড় দেখতে………………….
পাহাড় চূড়ায় উঠে মেঘ রাজ্যে দেব ডুব………………
পাহাড়ের বুক চিরে হবো ঝর্ণা ধারা……..।।
পৃথিবী সুস্থ হলে আবার যাবো চা বাগানে……………….
শ্রীমঙ্গল স্টেশনে মন মাতানো পাহাড়ি লেবুর গন্ধ হবো……..
সাঁওতাল ছেলেমেয়েদের মাতাল নাচ দেখবো………………
লাওয়াছড়ার বন মাধবপুর লেকের বেগুনি শাপলা হবো।।
পৃথিবী সুস্থ হলে আবার যাবো সুন্দরবনে………….
রয়েলবেঙ্গল টাইগার চিত্রা হরিণের মায়াবী চোখ………….
ম্যাণগ্রোভ পশুর নদীর জোয়ার ভাটার নৃত্য……………
নদীতীরের মন মাতানো দিগন্ত…..।।
পৃথিবী…….. এবার থামাও তোমার প্রলয়ংকরী নৃত্য………….
যথেষ্ট সংশোধন করেছো প্রকৃতি কে………………..
করোনার থাবা থেকে মুক্ত করো বিশ্বটা………….
আবারও স্নেহময়ী মায়ের রূপে এসো ফিরে হে বিপুলা পৃথিবী আমার…….।।
বাংলাদেশ মহিলা পরিষদ,, যশোর শাখা।।